বিপিএল শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য। মাত্র দুই সপ্তাহ পরই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যার প্রস্তুতি ইতোমধ্যে শুরু করে দিয়েছে বাংলাদেশ দল।
শনিবার দুপুর ২টায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামে টাইগাররা। জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন ব্যক্তিগত আমন্ত্রণ পেয়েও বিকেএসপির পুনর্মিলনী অনুষ্ঠানে যাননি, বরং দলের অনুশীলন পরিচালনার দায়িত্বে ছিলেন।
বিপিএল ফাইনালে খেলা ক্রিকেটারদের জন্য প্রথম দিন ছিল বিশ্রাম, তবে ফাইনালে না ওঠা খেলোয়াড়রা আগের দুই দিন ফিটনেস টেস্ট দিয়েছেন। শনিবারও সকালে ফিটনেস পরীক্ষা শেষে বিকেলে মাঠে নামেন তানজিদ তামিম, সৌম্য সরকার, জাকের আলী, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স কয়েকদিন আগেই ঢাকায় এসেছেন। শনিবারের অনুশীলন সেশনে তার সঙ্গী ছিলেন প্রধান সহকারী কোচ সালাউদ্দীন ও স্পিন কোচ সাকলাইন মুশতাক।
বিসিবির দেওয়া সূচি অনুযায়ী, ৮ থেকে ১২ ফেব্রুয়ারি প্রতিদিন শেরে বাংলায় অনুশীলন চলবে। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টায় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে।
এই টুর্নামেন্টে টাইগারদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ। শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।