আগামী মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা হয়নি লিটন দাসের। দীর্ঘদিনের ফর্মহীনতার কারণে নির্বাচকরা তাকে বিবেচনায় আনেননি। তবে দল থেকে বাদ পড়ার দিনেই বিপিএলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনার জন্ম দিয়েছেন লিটন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে লিটন বলেন, “দলে থাকা বা না থাকা সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত। আমার কাজ পারফর্ম করা। সাম্প্রতিক সময়ে আমি সেটি করতে পারিনি, যা নিয়ে নিজেও হতাশ ছিলাম। এখন চেষ্টা করছি কীভাবে ফর্মে ফিরতে পারি।”
নিজের মানসিক প্রস্তুতি নিয়ে লিটন বলেন, “ম্যাচের আগে বা পরে আমার মাইন্ডসেট একই থাকে। আজকের দিনটা অতীত। প্রতিটি ম্যাচ নতুন শুরু। আমাকে আবার শূন্য থেকে ইনিংস গড়তে হবে। এটাই আমার ব্যাক অব মাইন্ডে থাকে।”
বাদ পড়ার কারণ নিয়ে পরিষ্কার বার্তা পেয়েছেন কি না, এমন প্রশ্নে লিটন জানান, “নির্বাচকরা বিষয়টা পরিষ্কার করেছেন। মূলত পারফরম্যান্সের অভাবই এর কারণ। বিষয়টা গোপন নয়, সবাই জানেন। মিডিয়াতেও এ নিয়ে লেখা হয়েছে।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলে ভালো করতেন কি না, এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, “এটা এখন বলা কঠিন। নির্বাচকরা মনে করেছেন আমি দলে ফিট হচ্ছি না, তাই বাদ। তবে ভবিষ্যতে তারা যদি আমার ফর্ম দেখে মনে করেন, তাহলে হয়তো সুযোগ পাব। আপাতত আমার পুরো মনোযোগ বিপিএলের ওপর।”
চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটনের জন্য হতাশার হলেও তার সাম্প্রতিক ফর্ম প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনগুলোতে তার পারফরম্যান্সই বলে দেবে তিনি ফেরার জন্য কতটা প্রস্তুত।