কাগজে-কলমে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান, দীর্ঘ ২৯ বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছিল তারা। তবে দুর্ভাগ্যজনকভাবে স্বাগতিক হয়েও ফাইনাল ম্যাচ আয়োজন করতে পারেনি পাকিস্তান, এমনকি পুরস্কার বিতরণী মঞ্চেও দেখা মেলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো কর্মকর্তার। এই বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।
ভারতীয় দল নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানালে তাদের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় দুবাইয়ে। এমনকি চূড়ান্ত ম্যাচটিও অনুষ্ঠিত হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তানের মাটিতে না হওয়া ফাইনাল ম্যাচ নিয়ে হতাশা থাকলেও, আরও বড় বিতর্ক তৈরি হয়েছে ট্রফি বিতরণী মঞ্চে পাকিস্তানের কোনো প্রতিনিধির অনুপস্থিতি নিয়ে। অনেকেই আশা করেছিলেন, অন্তত পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত থাকবেন। তবে সেখানে দেখা গেছে শুধুমাত্র ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহকে।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ও রশিদ লতিফ এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় শোয়েব আখতার বলেন, “খুব অবাক করার মতো ঘটনা ঘটেছে। আমরা এই টুর্নামেন্টের আয়োজক, অথচ আমাদের কেউই পুরস্কার বিতরণী মঞ্চে ছিল না! বিষয়টি নিয়ে ভাবা দরকার, বিশ্বমঞ্চে আমাদের উপস্থিতি থাকা উচিত ছিল।”
বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আয়োজক হয়েও পুরস্কার মঞ্চে নিজেদের অনুপস্থিত রাখা পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য বড় প্রশ্নের জন্ম দিয়েছে। এটি শুধুই প্রটোকল জনিত সমস্যা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটি নিয়েই চলছে নানামুখী আলোচনা।