চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে পাকিস্তান দল পেল দারুণ সুখবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নেওয়ার পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে গেছে তারা। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল।
বুধবার প্রোটিয়াদের বিপক্ষে ৩৫২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জয় পায় পাকিস্তান। এই জয়ের ফলে তাদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১১১-এ। একই রাতে লো-স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে ২ পয়েন্ট হারায় অস্ট্রেলিয়া, যার ফলে পাকিস্তান এগিয়ে যায় ফ্র্যাকশনাল ব্যবধানে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত, যাদের রেটিং পয়েন্ট ১১৯। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে রোহিত শর্মার দল। অন্যদিকে, ইংল্যান্ড ১ পয়েন্ট হারিয়ে ৯২ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।
বাংলাদেশের অবস্থান নবম। বর্তমানে টাইগারদের রেটিং পয়েন্ট ৮১। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখিয়ে তারা কি র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারবে? সেটাই এখন দেখার অপেক্ষা।