কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। তবে তার আগেই বড় ধাক্কা খেলো অস্ট্রেলিয়া দল। পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে দলকে তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে ঘোষণা করতে হবে।
দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছিলেন মার্শ। তবে সাম্প্রতিক সময়ে তার চোট আরও গুরুতর হয়ে উঠেছে, যার ফলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারছেন না তিনি। চলতি মাসে বিগ ব্যাশ লিগে পার্থ স্কোর্চার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেললেও এরপর আর মাঠে নামতে পারেননি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ৩৩ বছর বয়সী মার্শের পুনর্বাসন প্রক্রিয়াটি আরও জটিল হয়ে উঠেছে, যা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দিয়েছে।
অস্ট্রেলিয়াকে ১২ ফেব্রুয়ারির মধ্যে তাদের চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করতে হবে। তবে এখনো মার্শের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, তা নির্ধারণ করা হয়নি। এদিকে দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তার গোড়ালির চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। পাশাপাশি তার স্ত্রীও শিগগিরই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন, ফলে কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার বিষয়টি এখনো অনিশ্চিত।
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কত্বের ভার স্টিভ স্মিথের কাঁধে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে তিনি গলেতে টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ট্র্যাভিস হেডও অধিনায়কত্বের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হতে পারেন। এখন দেখার বিষয়, অস্ট্রেলিয়া তাদের চূড়ান্ত স্কোয়াডে কী পরিবর্তন আনে এবং মার্শের জায়গায় কাকে অন্তর্ভুক্ত করে।