ক্রিকেটে ইতিহাস যেন বারবার ফিরে আসে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই সত্য আরও একবার প্রমাণিত হচ্ছে। এবারের টুর্নামেন্টের বিভিন্ন মুহূর্ত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি ফেরাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়, ভারতের দাপুটে সূচনা, কিংবা নিউজিল্যান্ডের তরুণ তারকা রাচিন রবীন্দ্রের দুর্দান্ত সেঞ্চুরি—সব মিলিয়ে ২০২৩ বিশ্বকাপের ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি ঘটছে।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার মধ্য দিয়ে সেই স্মৃতিচারণ আরও গভীর হয়েছে। তবে দুই বছর আগের মতো এবারও শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
তবে এবারের সেমিফাইনালের লাইনআপে থাকছে ভিন্নতা। কারণ ভারত-নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া একই গ্রুপে থাকায় আগেরবারের মতো সেমিফাইনাল পাওয়া সম্ভব নয়। ৪ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল, আর ৫ মার্চ মাঠে গড়াবে দ্বিতীয় সেমির লড়াই। এখন দেখার বিষয়, ২০২৩ বিশ্বকাপের মতো এবারও কি ভারত ও অস্ট্রেলিয়া ফাইনালে জায়গা করে নিতে পারে, নাকি নতুন কোনো চমক অপেক্ষা করছে ক্রিকেট বিশ্বে!