ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার পর থেকেই পাঁচ স্পিনার নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে দুবাইয়ের কন্ডিশন যে স্পিনারদের জন্য সহায়ক হবে, তা ভালোভাবেই আঁচ করতে পেরেছিলেন নির্বাচকরা। আর সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা প্রমাণ করলেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের এই স্পিন চতুষ্টয়ের সম্মিলিত সাফল্যে গড়া হলো নতুন রেকর্ড। ১৬৬ রানের বিনিময়ে তারা শিকার করেছেন ৯ উইকেট, যা আইসিসির ওয়ানডে ইভেন্টে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে স্পিনারদের সেরা বোলিং ফিগার। এর আগে ২০০৪ সালে কেনিয়ার বিপক্ষে পাকিস্তানের স্পিনাররা ২৬ রানে ৮ উইকেট নিয়েছিলেন, যা এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা স্পিন পারফরম্যান্স ছিল। ভারতের এই অসাধারণ বোলিংয়ের ফলে সেই রেকর্ড এখন নেমে এসেছে দুই নম্বরে।
বরুণ চক্রবর্তী একাই শিকার করেছেন ৫ উইকেট, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বিরল এক অর্জন। এর আগে ২০০৪ সালে শহীদ আফ্রিদি ও ২০১৩ সালে রবীন্দ্র জাদেজা এই কীর্তি গড়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বরুণের নাম।
ভারতের এই স্পিন আক্রমণ প্রমাণ করেছে, উপমহাদেশের কন্ডিশনে স্পিনারদের আধিপত্য এখনো অটুট। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এমন বোলিং পারফরম্যান্স নতুন ইতিহাস তৈরি করল, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।