আইসিসির চ্যাম্পিয়নস ট্রফিতে স্বাগতিক দেশের নাম জার্সিতে ছাপানোর বিষয়টি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা অবশেষে সমাধান হয়েছে। বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) নিশ্চিত করেছে যে, তারা আইসিসির গাইডলাইন অনুসারে ভারতের জার্সিতে চ্যাম্পিয়নস ট্রফির লোগো ব্যবহার করবে, যেখানে পাকিস্তানের নামও থাকবে।
বিসিসিআই-এর সচিব দেবজিৎ সাইকিয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আইসিসির নিয়ম-কানুন পুরোপুরি মেনে চলবো। লোগোতে স্বাগতিক দেশের নাম থাকা বাধ্যতামূলক এবং তা অনুসরণ করা হবে।”
চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ক্ষেত্রে পাকিস্তান স্বাগতিক থাকলেও, রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হবে। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তপ্ত আলোচনা চলছিল। পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানো এবং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে না পাঠানোর সিদ্ধান্তের জন্য বিসিসিআই সমালোচনার মুখে পড়েছিল।
তবে জার্সিতে স্বাগতিক দেশের নাম ছাপানোর বিষয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনেকেরই প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ইস্যুতে নানা প্রতিক্রিয়ার ঝড় বয়ে গেলেও বিসিসিআইয়ের বক্তব্যে পরিস্থিতি শান্ত হয়েছে।
উল্লেখ্য, আইসিসি সবসময়ই তাদের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য নির্দিষ্ট গাইডলাইন প্রদান করে, যার মধ্যে জার্সিতে লোগো ব্যবহার বাধ্যতামূলক। এর আগে এশিয়া কাপের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না হওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল। তবে চ্যাম্পিয়নস ট্রফির মতো আইসিসির অফিসিয়াল টুর্নামেন্টে এই নিয়ম অটুট রাখা হয়েছে।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। পাকিস্তানে স্বাগতিক দেশের মর্যাদা থাকলেও ভারতের ম্যাচগুলো আয়োজিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এখন দেখার বিষয়, দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা কীভাবে আসরের পরিবেশকে প্রভাবিত করে।