ইনজুরি যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের জীবনে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সম্প্রতি ফেরার ইঙ্গিত দিলেও আবারও চোটের কারণে খেলতে পারলেন না সান্তোস ফরোয়ার্ড।
উরুর চোটের কারণে সোমবার (১০ মার্চ) পওলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে করিন্থিয়াসের বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমার। সাইডবেঞ্চে বসেই দেখতে হয়েছে দলকে ২-১ গোলে হারতে।
এর আগের ম্যাচে ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল সান্তোস। ওই ম্যাচেই নেইমারের বাঁ পায়ের উরুর মাংসপেশিতে টান লাগে, যা পরবর্তী সময়ে ব্যথা বাড়িয়ে দেয়। করিন্থিয়াসের বিপক্ষে ম্যাচের আগে পরীক্ষা-নিরীক্ষার পরও ব্যথা অনুভব করায় খেলার অনুমতি পাননি তিনি।
চোট নিয়ে নেইমার বলেন, ‘দুঃখজনকভাবে কয়েকদিন ধরে ব্যথা অনুভব করছি। খেলতে চেয়েছিলাম, কিন্তু আজ (সোমবার) সকালে ব্যথা বেড়ে যায়।’ তবে কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বছরের শুরুতে শৈশবের ক্লাবে ফিরে সাত ম্যাচে তিনটি গোল ও সমানসংখ্যক অ্যাসিস্ট করেছিলেন নেইমার। প্রায় ১৭ মাস পর ব্রাজিল দলে ফিরেও উচ্ছ্বসিত ছিলেন ৩২ বছর বয়সী এই তারকা। এ মাসে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ রয়েছে। তবে এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের থাকা নিয়েই এখন শঙ্কা তৈরি হয়েছে।