সিডনি টেস্টের দ্বিতীয় দিন ছিল ঘটনাবহুল। চোটের কারণে মাত্র এক ওভার বোলিং করেই হাসপাতালে যেতে হয়েছে ভারতের অধিনায়ক জাসপ্রিত বুমরাহকে। তার চোটের প্রকৃতি এখনও জানা যায়নি।
দিনজুড়ে দুই দল মিলিয়ে পড়েছে ১৫টি উইকেট। প্রথম ইনিংসে ১৮৫ রান করেও ৪ রানের লিড পায় ভারত। জবাবে ৬ উইকেটে ১৪১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা।
অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪২ রানে নিয়েছেন ৪ উইকেট। তবে ভারতকে এগিয়ে রাখে রিশাভ পান্তের ঝড়ো ইনিংস। মাত্র ৩৩ বলে ৬১ রান করে প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলেন তিনি।