করোনার পাঁচ বছর পর চীনে দ্রুত ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি)। বিশেষত উত্তরাঞ্চলে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো জরুরি অবস্থা ঘোষণা না করলেও বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
এই ভাইরাস শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। উপসর্গের মধ্যে কাশি, জ্বর, শ্বাসকষ্ট, এমনকি নিউমোনিয়া দেখা যেতে পারে। হাত ধোয়া, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। তবে এখনো এর কোনো টিকা বা কার্যকর ওষুধ নেই।