চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে পারিবারিক জমি দখলের অভিযোগ তুলেছেন তার মেজো বোন ফিরোজা পারভীন। এ বিষয়ে তিনি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার দুপুরে পপির স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ কয়েকজন শিববাড়ি এলাকায় জমি দখল নিতে আসেন। বাধা দিলে ফিরোজা পারভীনসহ পরিবারের অন্য সদস্যদের হুমকি দেওয়া হয়।
ফিরোজা পারভীন বলেন, “আমরা চার বোন ও দুই ভাই। পপি আমাদের সবার বড়। বাবার মৃত্যুর পর থেকেই তিনি এককভাবে সম্পত্তি দখল করতে চাইছেন, যা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।”
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে পপি বলেন, “আমি দীর্ঘদিন অভিনয় করে উপার্জিত অর্থ দিয়ে এ সম্পত্তি কিনেছি। এখন আমি আমার অংশ বুঝে নিতে চাইলে পরিবারের অন্য সদস্যরা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।”