চিটাগং কিংসের উড়ন্ত জয়যাত্রা থামিয়ে রংপুর রাইডার্স তুলে নিয়েছে টানা অষ্টম জয়। চট্টগ্রামে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচে চিটাগংকে ৩৩ রানে হারিয়ে এই জয় নিশ্চিত করে নুরুল হাসান সোহানের দল।
চিটাগং যখন ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নামে, তখন প্রথম বলেই তারা উসমান খানকে হারায়। তবে পারভেজ হোসেন ইমন ১৪ বলে ২৬ রান করে চিত্তাকর্ষক ইনিংস খেলেন। এরপর আকিফ জাভেদের বোলিংয়ে মিঠুন এবং ক্লার্ক ফিরে গেলে চিটাগং আরও চাপে পড়ে।
খুশদিল শাহের ব্যাটিং তাণ্ডবের মাধ্যমে রংপুর ১৬৪ রানে পৌঁছায়। তিনি ২৬ বলে ফিফটি পূর্ণ করেন এবং ২৮ বলে ৭ ছক্কা ও ২ বাউন্ডারি হাঁকিয়ে ৫৯ রান করেন। শেষদিকে সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ রান, যা দলকে ১৬৪ রানে পৌঁছতে সাহায্য করে।
চিটাগং, যাদের শুরু ছিল ধীরগতিতে, সেখান থেকেই চাপের মধ্যে পড়ে এবং ১৩১ রানে অলআউট হয়ে যায়। আকিফ জাভেদ ৩২ রানে ৪ উইকেট নেন, যা রংপুরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।