বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান সম্প্রতি তার ৬০তম জন্মদিন উদযাপন করেছেন। এ উপলক্ষে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জীবনের কিছু অজানা গল্প। প্রেম, সিনেমা আর ব্যক্তিগত জীবনের নানা বিষয় উঠে এসেছে আলোচনায়।
তবে তার সম্পর্কে একটি মজার তথ্য ফাঁস করেছেন তার সাবেক স্ত্রী কিরণ রাও। তিনি জানিয়েছেন, আমির খুব প্রয়োজন হলেই কেবল গোসল করতেন! আর এ অভ্যাসের চূড়ান্ত নমুনা দেখা গিয়েছিল ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুলাম’ সিনেমার শুটিংয়ে।
জানা গেছে, সিনেমাটির একটি লড়াইয়ের দৃশ্যের জন্য টানা ১২ দিন গোসল না করে ছিলেন আমির। কারণ, দৃশ্যটি দীর্ঘ ছিল এবং তিনি বারবার মেকআপ পরিবর্তন করতে চাননি। তাই শুটিং শেষ না হওয়া পর্যন্ত গোসল করেননি তিনি।
এই ঘটনা থেকেই বোঝা যায়, আমির খান চরিত্রের প্রতি কতটা নিবেদিত। অভিনয়ে পারফেকশন আনতে তিনি যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বলিউডে তার সফলতার পেছনে এই নিষ্ঠা ও একাগ্রতাই অন্যতম কারণ।