চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুই হাজতির পেট থেকে ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি, মো. সাইফুল্লাহ নামে এক হাজতি ইয়াবাসহ লোহাগাড়া থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে, তার শারীরিক অবস্থার কারণে কারা কর্তৃপক্ষ সন্দেহপ্রবণ হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল্লাহ তার পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন এবং বিশেষ পদ্ধতিতে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও, ১ মার্চ মো. ইকবাল নামক এক হাজতি গ্রেফতার হন একই অভিযোগে। তাকে পেটের ভিতর ইয়াবা থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি স্বীকার করেন এবং তার পেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক মামলার প্রক্রিয়া চলছে।