চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকা থেকে এক যুবককে অপহরণ করে নির্যাতন করার অভিযোগে অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার শিকার প্রান্ত তালুকদারের বাবা পতেঙ্গা থানায় এ মামলা করেন। ১ জানুয়ারি বুধবার রাতে প্রান্তকে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার পর, ১১টার দিকে খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুলশী থানার ওসি মজিবুর রহমান জানান, লালখান বাজার আমিন সেন্টারের পার্কিংয়ে যুবককে ঘিরে রাখা অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, যুবক প্রান্তকে অপহরণের ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।