চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়ে মামলা না দেওয়া এবং পার্কিংয়ের নির্দিষ্ট জায়গার দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকেরা।
রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত চালকেরা সড়কের মাঝখানে অটোরিকশা রেখে বিক্ষোভ করেন, এতে লালদীঘি থেকে কোতোয়ালি পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ যাত্রী ওঠানামার সময় মামলা দিচ্ছে এবং চাঁদা দাবি করছে। তবে ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার বলেছেন, হয়রানিমূলক মামলা বা চাঁদার সুযোগ নেই, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।
কোতোয়ালি থানার ওসি জানান, পুলিশ চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।