ভারতের কোচ গৌতম গম্ভীর এবার সরফরাজ খানকে সন্দেহের তালিকায় রেখেছেন। অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সিরিজে পরাজয়ের পর, ড্রেসিংরুমের কিছু গোপন বিষয় প্রকাশ পাওয়ায় গম্ভীর ক্ষুব্ধ হন। ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার সময় তিনি অভিযোগ করেন যে, সরফরাজ খান এই গোপন তথ্য গণমাধ্যমে ফাঁস করেছেন।
এমনকি গম্ভীর বলেছেন, যতদিন তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন, ততদিন সরফরাজ খানের ক্যারিয়ার প্রভাবিত হতে পারে। এই অভিযোগের পর, কিছু সিনিয়র খেলোয়াড়ও ড্রেসিংরুমের বিভক্তি এবং কোচের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, টিমের মধ্যে ঐক্যবদ্ধ উদযাপন না হওয়া এবং পার্থ টেস্টে খেলার পর আলোচনা না হওয়াও দলের মধ্যে অশান্তির সৃষ্টি করেছে।