বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি অবশেষে গোপনে বিয়ে সারলেন। তবে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে প্রায় এক সপ্তাহ আগে। জানা গেছে, তিনি একজন মার্কিন ব্যবসায়ীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এবং বর্তমানে নবদম্পতি সুইজারল্যান্ডে হানিমুন কাটাচ্ছেন।
বলিউড তারকাদের বিয়ে মানেই জাঁকজমকপূর্ণ আয়োজন, কিন্তু নারগিসের ক্ষেত্রে হলো ভিন্ন ঘটনা। বিনা আড়ম্বরে, একান্ত ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তার বিয়ে সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নারগিস ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের একটি বিলাসবহুল হোটেলে ব্যবসায়ী টোনি বাগের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।
বিয়ের খবর গোপন রাখলেও, নারগিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে ছবি শেয়ার করেছেন। একই সঙ্গে স্বামীর শেয়ার করা স্টোরিগুলোও পোস্ট করেছেন, যা নিশ্চিত করেছে যে তারা একসঙ্গেই রয়েছেন এবং দাম্পত্য জীবন উপভোগ করছেন।
‘রকস্টার’ ও ‘ম্যাড্রাস কাফে’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচিতি পাওয়া নারগিস বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রির বাইরে ছিলেন। এক সময় রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। পরবর্তীতে উদয় চোপড়ার সঙ্গে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তিনি, যদিও সে সময় সম্পর্কের কথা স্বীকার করেননি। বিচ্ছেদের পর সেই প্রেমের সত্যতা স্বীকার করেছিলেন নারগিস।
অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। বহু সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে, এবার সংসারী হলেন নারগিস ফাখরি।