স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে শিরোপা জয়ের পর ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছিল বার্সেলোনা। কোপা দেল রে-তে রিয়াল বেটিসকে ৫-১ গোলে হারিয়ে কাতালানরা উদ্দীপনায় ছিল। তবে লা লিগায় তাদের সাম্প্রতিক পারফরম্যান্স যেন সেই গতি হারিয়েছে। শনিবার গেটাফের মাঠে ১-১ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট হারিয়েছে বার্সা।
ম্যাচের শুরুতে দারুণ ছন্দে ছিল হ্যান্সি ফ্লিকের দল। নবম মিনিটেই পেদ্রির পাস থেকে প্রথম শট মিস করলেও দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে জড়ান জুল কুন্দে। প্রথমার্ধে বলের ৭৮ শতাংশ দখলে রেখেও কাতালানরা আর গোল করতে পারেনি। তাদের মিসের সুযোগ নিয়ে ৩৪ মিনিটে সমতা ফেরায় গেটাফে। গোলরক্ষক ইনাকি পেনার ফিরিয়ে দেওয়া বল কাছেই থাকা মাউরো আরামবারির পায়ে লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধেও বার্সেলোনা একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের গোলরক্ষক এবং নিজেদের ব্যর্থতায় আর গোলের দেখা পায়নি। লামিনে ইয়ামাল, লেভান্ডফস্কি এবং রাফিনিয়ারা একাধিক প্রচেষ্টা করলেও তা কাজের কাজ করতে পারেনি।
এ ড্রয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সার শীর্ষ দুইয়ের সঙ্গে ব্যবধান আরও বাড়ল। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৪৪ এবং এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৩।
বার্সার জন্য এটি আরও একবার তাদের লা লিগার অবস্থান সুসংহত করার সুযোগ হাতছাড়া করার গল্প। ফ্লিকের শিষ্যদের সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই।