যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গুলশানের একটি বিলাসবহুল ভবনের সঙ্গে সম্পর্কিত তথ্য সামনে এসেছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানা গেছে, ঢাকার গুলশানের ১০ তলা একটি টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল এবং ওই ভবনটি তার পরিবারের নামে নামকরণ করা হয়েছে।
টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাজ্যের ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, গত জানুয়ারিতে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্যদের মানদণ্ড অনুসারে তদন্ত শুরু হয়েছে।
ঢাকার গুলশানের এই অ্যাপার্টমেন্ট ভবনটি ২০১৪ সালে টিউলিপ সিদ্দিকের “স্থায়ী ঠিকানা” হিসেবে ব্যবহৃত হয়েছিল, যখন তিনি লন্ডনের ক্যামডেন কাউন্সিলর ছিলেন। ভবনটি একাধারে তার বর্তমান এবং স্থায়ী ঠিকানা হিসেবেও বিবেচিত হয়।
এছাড়া, বাংলাদেশে টিউলিপের সম্পত্তি সম্পর্কিত তদন্তও চলছে। সম্প্রতি, গাজীপুরের কানাইয়া এলাকায় তার পরিবারের একটি পারিবারিক বাগানবাড়ি নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে। একদিকে, সিদ্দিক পরিবারের সম্পত্তির সঙ্গে টিউলিপের সম্পর্কের বিষয়ে নানা প্রশ্ন উঠছে, অন্যদিকে যুক্তরাজ্যে তার বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্তও অব্যাহত রয়েছে।