২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের গেটে তালা ঝুলিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না আসায় তারা এ কর্মসূচি নিয়েছেন। রবিবার আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো ফল না পাওয়ায় তারা আজও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
শিক্ষার্থীদের দাবি, রাষ্ট্রপতির আদেশে ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে হবে। দাবি মানা না পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।