দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে। তবে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বপ্ন দেখেছিল দল। কিন্তু শুবমান গিলের অপরাজিত শতকে ভর করে ৬ উইকেটের বড় জয়ে ম্যাচ শেষ করেছে ভারত।
প্রথমে ব্যাট করে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে তাওহিদ হৃদয় ও জাকের আলির অবিশ্বাস্য পার্টনারশিপ দলকে ম্যাচে ফিরিয়ে আনে। দুজনের ১৫৪ রানের জুটির ওপর ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত ২২৮ রানের সংগ্রহ গড়ে। হৃদয় ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১০০) তুলে নেন, আর জাকের করেন ৬৮ রান।
তবে এই পুঁজি নিয়ে ভারতকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশি বোলাররা। ওপেনিং জুটিতে ৬৯ রান তুলে ভারতীয় ব্যাটাররা দারুণ শুরু করেন। রোহিত শর্মাকে তাসকিন আহমেদ আউট করলেও, গিলের ব্যাটিং দাপটে ম্যাচ ভারতের দিকেই চলে যায়। গিল ১২৯ বলে ১০১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৪৭ বলে ৪১ রান করে তাকে দারুণ সঙ্গ দেন লোকেশ রাহুল।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২টি এবং তাসকিন ও মোস্তাফিজ ১টি করে উইকেট নেন। তবে ভারতের পেসারদের সামনে বড় ধাক্কা খায় বাংলাদেশি ব্যাটিং লাইনআপ। মোহাম্মদ শামি একাই ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন, যা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।
এই পরাজয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ থেকেই চাপে পড়ে গেল বাংলাদেশ। পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিং ইউনিটকে আরও দৃঢ় পারফরম্যান্স দেখাতে হবে।