সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গাজীপুর জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতভর এ অভিযান পরিচালিত হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “গতকাল রাত থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত (সকাল ৯টা পর্যন্ত) ৪০ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্নভাবে বর্তমান সরকারের সঙ্গে সম্পৃক্ত।”
তবে আটককৃতদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই অভিযানে অংশ নিয়েছেন। তবে তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্ট এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত হচ্ছে এবং এর আওতায় বেশ কয়েকজন রাজনৈতিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে।