গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। গাজীপুরা এলাকায় তারা টেক্স কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৮টা থেকে দেড় ঘণ্টার জন্য অবরোধ করে রাখেন, পরে তা তুলে নেন।
অপরদিকে, বাঘের বাজার এলাকায় লিথি গ্রুপের এ্যাপারেলস-২১ কারখানার শ্রমিকরা সকাল ১০টায় প্রায় ৪৫ মিনিট মহাসড়ক অবরোধ করেন। শিল্প পুলিশের আশ্বাসে উভয় স্থানেই শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন, ফলে যান চলাচল স্বাভাবিক হয়।