জাতিসংঘ জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলার প্রয়োজন, কারণ সেখানে চলমান যুদ্ধের কারণে এক গভীর মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মতে, এই বিশাল পরিমাণ অর্থের মধ্যে প্রথম তিন বছরে ২০ বিলিয়ন ডলার ব্যয় হবে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, গাজায় সম্পূর্ণ পুনর্গঠন এবং পুনরুদ্ধারের জন্য প্রাথমিকভাবে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। যদিও বর্তমান পরিস্থিতিতে সেখানে সম্পূর্ণ চাহিদার হিসাব করা সম্ভব হয়নি, তবুও অন্তর্বর্তী মূল্যায়নে বিষয়টি স্পষ্ট হয়েছে।
ইসরাইলের হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১২ হাজারেরও বেশি নিখোঁজ। এ ছাড়া, ১ লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন। গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত এবং সেখানে ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে, ১৯ জানুয়ারির পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তা নিয়ে কিছু অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জাতিসংঘের দাবি, গাজার পূর্ণ পুনর্গঠনের জন্য এই বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন।