১৯ জানুয়ারি ২০২৫, রোববার সকাল সাড়ে আটটায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে যুদ্ধবিরতি শুরু না হয়ে, ইসরায়েল গাজায় হামলা চালিয়ে অন্তত ১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন আরও ২৫ জন। আল-জাজিরা সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ইসরায়েলি হামলায় উত্তর গাজায় তিনজন এবং গাজা সিটিতে পাঁচজন নিহত হন। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। হামলায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হামাস মুক্তি দেওয়ার জন্য যে ইসরায়েলি জিম্মিদের তালিকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে, তা পূর্ণ না হওয়ায় যুদ্ধবিরতি কার্যকর করা বিলম্বিত হয়েছে। এই সময়কালে ইসরায়েলি সেনারা গাজায় হামলা চালিয়ে যাবে এবং পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না।
গতকাল ইসরায়েলি সরকারের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছিল, তবে হামাসের পক্ষ থেকে তালিকা সরবরাহ না করায় ইসরায়েল এই পদক্ষেপ নিলো।