ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনি নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ নতুন নয়। এবার ৮০ বছর বয়সী এক বৃদ্ধ ফিলিস্তিনিকে জোরপূর্বক মানবঢাল বানিয়ে হত্যা করার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যম ‘দ্য হটেস্ট প্লেস ইন হেল’-এর অনুসন্ধানে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মে মাসে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডের এক কর্মকর্তা ওই বৃদ্ধের গলায় বিস্ফোরক বেঁধে দেন এবং সামরিক বাহিনীর সামনে থেকে প্রতিটি বাড়িতে প্রবেশের নির্দেশ দেন। যদি তিনি আদেশ অমান্য করতেন, তাহলে তাঁর গলায় বাঁধা বিস্ফোরক দিয়ে তাঁকে হত্যা করা হতো।
প্রত্যক্ষদর্শীদের মতে, আট ঘণ্টা ধরে এই বৃদ্ধকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়। এরপর তাঁকে এবং তাঁর স্ত্রীকে দক্ষিণ গাজার দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পথে আরেকটি ইসরায়েলি সেনা ব্যাটালিয়ন তাঁদের দেখে গুলি চালায়, যাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ইসরায়েলি বাহিনীর একজন সেনা সদস্য স্বীকার করেছেন, অভিযানের সময় সেনাদের সুরক্ষার জন্য বয়স্ক ওই ফিলিস্তিনিকে সামনের সারিতে হাঁটতে বাধ্য করা হয়েছিল, যাতে কোনো বিস্ফোরক থাকলে তিনিই প্রথমে ক্ষতিগ্রস্ত হন। কিন্তু ভুল যোগাযোগের কারণে, অন্য একটি সেনা দল তাঁদের সন্ত্রাসী ভেবে গুলি চালায়।
এই ঘটনার পর মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের এই আচরণের কঠোর নিন্দা জানিয়েছে এবং এটিকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে। গাজার চলমান সংকটে এমন নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে।