গাজার বাসিন্দাদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে গাজার পুলিশ বাহিনীর প্রধান ও তার সহকারীও রয়েছেন। আল জাজিরা জানিয়েছে, গতকাল রাতে ইসরায়েল ৩৪টি বিমান হামলা চালায়, যার মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনেও হামলা হয়েছে।
গাজার পুলিশ বাহিনীর প্রধান মাহমুদ সালাহ ও তার সহকারী হুসসাম শাহওয়ান নিহতদের মধ্যে রয়েছেন। ৩০ বছর ধরে পুলিশ বাহিনীতে কাজ করা সালাহ গাজার পুলিশ বাহিনীর প্রধান হিসেবে ৬ বছর দায়িত্ব পালন করেছেন। হামলার পর, স্থানীয়রা জ্বলন্ত তাঁবুর মধ্যে বেঁচে থাকা মানুষের খোঁজে গিয়েছিল।
অন্যদিকে, গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে যে, নিহত পুলিশ কর্মকর্তারা তাদের মানবিক ও জাতীয় দায়িত্ব পালন করছিলেন। হামলার পর, শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পায়, এবং গ্যাস স্টেশনে হামলায় আরও ৯ জন নিহত হন।
বিশ্বব্যাপী চিকিৎসকদের জন্য জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন, গাজার চিকিৎসা খাতে সহস্রাধিক কর্মী নিহত হয়েছে।
এদিকে, গাজার নিরাপত্তা বাহিনীর সাথে তীব্র সংঘর্ষের পর, নিহতদের মরদেহ আল-আকসা হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে আহতদের চিকিৎসা চলছে।