বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক সংস্কারক ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি বলেন, “জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের পথে দেশকে নিয়ে গিয়েছিলেন।”
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার ওপর ভিত্তি করে লেখা বই ‘রাজবন্দীর জবানবন্দি’ প্রকাশ অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক দিনের মধ্যেই দেশে ফিরবেন এবং তার বিরুদ্ধে সব মামলার নিষ্পত্তি হবে।
মির্জা ফখরুল বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষায় আমাদের এখন একতাবদ্ধ হওয়া জরুরি। বিভাজনের রাজনীতি থেকে আমাদের বিরত থাকতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “আন্তর্জাতিক পর্যায়ে খালেদা জিয়া যে সম্মান পেয়েছেন, তা আমাদের গর্বিত করে। আমি এর জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পাওয়ার পরও আমাদের মধ্যে ঐক্য ধরে রাখা কঠিন। যারা সংস্কারের কথা বলে, তাদের মনে রাখা উচিত যে সংস্কারের সূচনা বিএনপিই করেছিল।”
মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ধৈর্য ধরতে হবে এবং প্রতিশোধপরায়ণ হওয়া যাবে না। খালেদা জিয়া সবসময় একতার কথা বলেছেন। বিভাজনের রাজনীতিতে আমরা জড়াব না।”
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা দেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।