বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গঠনতন্ত্র সংস্কারের ধারা অব্যাহত রয়েছে। ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশনের পর এবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনও (বিওএ) গঠনতন্ত্র পর্যালোচনা ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি বিওএ’র নির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব আখতার হোসেন খান। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, ক্রীড়া সংস্কার সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা, কমিটির অন্যতম সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব.), জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিন এবং সদস্য সচিব হিসেবে আছেন বিগ্রেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.)।
কমিটিকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে গঠনতন্ত্র পর্যালোচনা শেষে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক আখতার হোসেন খান বলেন, “আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে আশাবাদী। বিওএতে গঠনতন্ত্র সংক্রান্ত কিছু আগের কাজ রয়েছে, যা আমাদের সহায়তা করবে। আইওসি’র দিকনির্দেশনাও আমরা কাজে লাগাব।”
কমিটির সুপারিশ পেশ করার পর তা নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হবে। সেখান থেকে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তোলা হবে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য আইওসি ও ওসিএ’র অনুমতি প্রয়োজন হবে।
গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে বিওএ আরও কার্যকর এবং আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।