বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন নিয়ে ঢাকার ক্লাবগুলোর তীব্র আপত্তি এবং আন্দোলনের মুখে স্থগিত করা হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ঢাকার ক্লাবগুলো বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্রে কাউন্সিলর সংখ্যা ও পরিচালক সংখ্যা কমানোর প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করেছে।
গত ১৪ জানুয়ারি ক্লাবগুলোর দেওয়া আল্টিমেটামে বোঝা যাচ্ছিল যে দেশের ক্রিকেটে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। এই আল্টিমেটামের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের অপসারণের দাবি এবং প্রথম বিভাগ লিগ স্থগিতের হুঁশিয়ারি।
গতকাল বিকেলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করে ক্লাবগুলো তাদের দাবিগুলো তুলে ধরেছে। দাবি পূরণে ৪-৫ দিন সময় চেয়েছেন বিসিবি সভাপতি। এরই মধ্যে প্রথম বিভাগ লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবগুলো।
গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রস্তাবে বিসিবির ৭৬ জন কাউন্সিলরের সংখ্যা কমিয়ে ৩০ জন এবং ১২ জন পরিচালকের সংখ্যা ৪-এ নামিয়ে আনার সুপারিশ করা হয়। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেকহোল্ডার হিসেবে ঢাকার ক্লাবগুলো এই প্রস্তাব মেনে নেয়নি। ক্লাবগুলোর মতে, এই সংশোধন তাদের ভূমিকা এবং মর্যাদাকে হুমকির মুখে ফেলবে।
গত ১৪ জানুয়ারি ক্লাব কর্তারা রাজধানীতে মতবিনিময় সভা করে ফাহিমের পদত্যাগ এবং গঠনতন্ত্র সংশোধনের খসড়া প্রত্যাহারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগ লিগে অংশ নেবেন না।
বৈঠকে ক্লাব কর্তারা বিসিবি সভাপতির কাছে তাদের অবস্থান তুলে ধরেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, সংশোধিত গঠনতন্ত্র ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছানোর বিষয়ে তিনি কিছু জানেন না। ফাহিমও এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
এই বিরোধ সমাধানে বিসিবি প্রধান সময় চাইলেও ক্লাবগুলো ইতোমধ্যে প্রথম বিভাগ লিগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে বিসিবি সভাপতির আশ্বাস এবং ক্লাবগুলোর দাবির প্রতি বোর্ডের অবস্থানের ওপর।