ঢাকার খিলগাঁওয়ে অটোরিকশা যাত্রী মামা ও ভাগ্নিকে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সকালে খিলগাঁও গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের সাহায্যে তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে দুটি আইফোন, স্বর্ণালংকার, নগদ ৫,০০০ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর মামা কাজল আহামেদকে কুপিয়ে আহত করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ থাকায় ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলে জানান ভাগ্নি তন্নি।