বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়া লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে তাকে হাসপাতালে নিয়ে যান তারেক রহমান। বর্তমানে তার প্রয়োজনীয় টেস্ট করা হয়েছে এবং চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়েছে।