বলিউডের নতুন ট্রেন্ডে যুক্ত হচ্ছে খলনায়কদের পারিশ্রমিক বৃদ্ধি। দীর্ঘদিন ধরে নায়করা বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে আসলেও, এবার তাদেরকে ছাপিয়ে যেতে চলেছেন এক খলনায়ক। কন্নড় সুপারস্টার যশ, যিনি ‘কেজিএফ’ সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন, এখন ‘রামায়ণ’ সিনেমার রাবণ চরিত্রে অভিনয়ের জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন।
এত দিন পর্যন্ত রণবীর কাপুর, শাহরুখ খান, প্রভাসদের মতো নায়কেরা সিনেমা প্রতি ১৫০-২০০ কোটি রুপি পারিশ্রমিক নিলেও, যশ ২০০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করে নতুন ইতিহাস তৈরি করেছেন। এভাবে তিনি শুধু নায়ক নয়, বরং খলনায়কদের ক্ষেত্রেও পারিশ্রমিকের রেকর্ড ভেঙে ফেলেছেন।
যশ এর আগে কমল হাসান, শাহরুখ খান, প্রভাসদেরকেও ছাড়িয়ে গেছেন, আর এবার ‘রামায়ণ’ সিনেমার সহপ্রযোজক হিসেবেও কাজ করছেন। এই সিনেমায় রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওল ও লারা দত্তের মতো তারকাদের সঙ্গে অভিনয় করবেন।
এছাড়া, ‘টক্সিক’ সিনেমায়ও যশ এক নতুন চরিত্রে হাজির হবেন, যেখানে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি ও অক্ষয় ওবেরয়সহ আরও অনেক তারকা থাকবেন।