ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্যাসিফিক পলিসেডস এলাকা, যেখানে হলিউড তারকারা বাস করেন, আগুনের শিখায় ঘিরে যায়। অগ্নিনির্বাপক কর্মীরা লোকজনকে গাড়ি থেকে বের হয়ে পালানোর পরামর্শ দেন। দাবানলের তীব্রতায় ঘরবাড়ি ও সম্পদ রেখে পালিয়ে যান বাসিন্দারা, তাদের মধ্যে রয়েছেন অভিনেতা জেমস উডস এবং স্টিভ গুটেনবার্গ।