২০০০ সালের শুরুর দিকে, অমিতাভ বচ্চন আর্থিক সমস্যায় পড়েছিলেন এবং সেসময় সোনি এন্টারটেইনমেন্ট তাকে সমর্থন দেয়। এই মুহূর্ত থেকেই শুরু হয় জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ যা হয়ে ওঠে একটি যুগান্তকারী অনুষ্ঠান। অমিতাভ বচ্চনের অনন্য উপস্থাপনায় শোটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
তবে দীর্ঘ ২৫ বছর পর এবার শোনা যাচ্ছে, অমিতাভ হয়তো কেবিসি থেকে বিদায় নিতে পারেন। তার ব্লগে লেখা কিছু কথায় তিনি ক্লান্তির কথা উল্লেখ করেছেন, যা নতুন করে জল্পনা তৈরি করেছে।
বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, এই শোয়ের সঞ্চালক হিসেবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে মনোনীত করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে এই গুঞ্জন প্রেক্ষিতে শোটি কি নতুন এক অধ্যায় শুরু করতে চলেছে, তা নিয়ে অপেক্ষা করছে দর্শকরা।