আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট কোহলির ফর্ম নিয়ে সমালোচনা হলেও, মাঠে নেমেই ব্যাট হাতে সমালোচকদের জবাব দিয়েছেন ভারতীয় এই তারকা ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ফিফটি তুলে নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। সেই সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ড, যার মধ্যে অন্যতম আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে সর্বোচ্চ হাফসেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড।
এতোদিন এই রেকর্ডের মালিক ছিলেন শচীন টেন্ডুলকার, যার নামের পাশে ছিল ২৩টি পঞ্চাশোর্ধ ইনিংস। তবে মাত্র ৫৩ ইনিংস খেলেই কোহলি শচীনকে পেছনে ফেলেছেন, তার এখন ২৪টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস। তালিকায় আরও রয়েছেন রোহিত শর্মা (১৮), কুমার সাঙ্গাকারা (১৭) এবং রিকি পন্টিং।
অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবলীল ব্যাটিং করেছেন কোহলি। যদিও দুটি জীবন পেয়েছিলেন তিনি, তবে সেই সুযোগ কাজে লাগিয়ে ৫৩ বলে ফিফটি পূর্ণ করেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৭৪তম অর্ধশতক। এছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও নিজের নাম লিখিয়েছেন কোহলি। এক সেঞ্চুরি ও ছয়টি ফিফটির সুবাদে তার সংগ্রহ ৭০০ রান ছাড়িয়ে গেছে।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিল শেখর ধাওয়ান (৭০১)। ধাওয়ানকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি সাবেক শ্রীলঙ্কান তারকা মাহেলা জয়াবর্ধনেকেও (৭৪২) পেছনে ফেলেছেন কোহলি। এখন তার সামনে শুধুই ক্রিস গেইল (৭৯১)। ভারত যদি ফাইনালে পৌঁছে, তবে কোহলির সামনে রয়েছে আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ।
এছাড়া, রান তাড়ায় সর্বোচ্চ পঞ্চাশোর্ধ ইনিংসের দিক থেকেও কোহলি শচীনের কাছাকাছি পৌঁছে গেছেন। শচীনের নামের পাশে আছে ৬৯টি, আর কোহলি ৬৮টি ইনিংস খেলে ঠিক তার পেছনে। এমন ধারাবাহিকতা বজায় রাখলে এই রেকর্ডও হয়তো খুব শিগগিরই কোহলির দখলে চলে যাবে।
ফিল্ডিংয়েও নজর কেড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে নন-উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১৬০টি ক্যাচ ধরার কীর্তি এখন কোহলির।
রেকর্ড ভাঙা গড়াই কোহলির অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তার এই ফর্ম চলতে থাকলে, আরও অনেক নতুন ইতিহাস রচনা করবেন তিনি, এতে কোনো সন্দেহ নেই।