বিরাট কোহলি আরও একবার প্রমাণ করলেন কেন তিনি আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে তিনি ছাড়িয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন কোহলি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে ভারত সহজেই জয় তুলে নেয় এবং প্রতিযোগিতা থেকে অস্ট্রেলিয়াকে বিদায় জানায়। তবে এই ইনিংসের মাধ্যমে কোহলি শুধু দলের জয়ে অবদান রাখেননি, বরং গড়েছেন নতুন এক রেকর্ডও।
আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে রান তাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার তালিকায় এতদিন শীর্ষে ছিলেন সাকিব আল হাসান ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল। দুজনেরই নামের পাশে ছিল ১০টি করে ফিফটি। কিন্তু কোহলি এই তালিকায় নতুন নাম লেখালেন ১১টি ফিফটি করে তাদের পেছনে ফেলে।
এছাড়া, ওয়ানডেতে রান তাড়ার ক্ষেত্রে কোহলির আরও একটি অসাধারণ রেকর্ড হয়েছে। তিনি ক্যারিয়ারে ৬৯ বার পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন, যা শচীন টেন্ডুলকারের সমান। তবে শচীন যেখানে এই কীর্তি গড়তে ২৩২ ইনিংস খেলেছিলেন, কোহলি তা করেছেন মাত্র ১৫৯ ইনিংসে।
আরেকটি দৃষ্টান্ত গড়েছেন কোহলি আইসিসির ওয়ানডে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের তালিকায়। এতদিন এ তালিকার শীর্ষে ছিলেন শচীন, যিনি ৫৮ ইনিংসে ২৩টি ফিফটি করেছিলেন। কিন্তু মাত্র ৫৩ ইনিংসে ২৪টি ফিফটি করে কোহলি তাকেও ছাড়িয়ে গেলেন।
এতসব রেকর্ড আর পরিসংখ্যান একটাই প্রশ্ন সামনে এনে দেয়—রান তাড়ার ক্ষেত্রে কোহলি কি সর্বকালের সেরা ব্যাটসম্যান?