পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে নামলেই যেন নতুন রূপে ধরা দেন বিরাট কোহলি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেই চেনা দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে ৬ উইকেটের জয় এনে দিলেন তিনি। এই জয়ের ফলে ভারত পৌঁছে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে, আর পাকিস্তানের বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা।
পাকিস্তান টস জিতে ব্যাটিং নেওয়ার পর ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে যায়। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় স্কোর গড়া সম্ভব হয়নি স্বাগতিকদের। জবাবে ভারতীয় ইনিংসের নায়ক হয়ে ওঠেন কোহলি। তার অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করেই ৪৫ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় ভারত।
ম্যাচের উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ৪৩তম ওভারে। খুশদিল শাহের প্রথম বলেই এক রান নিয়ে কোহলি সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে দেন। কিন্তু পরের বলেই আবার স্ট্রাইক পান এবং বাউন্ডারি মেরে ১০০ পূর্ণ করেন। এই সেঞ্চুরির সঙ্গে ওয়ানডেতে শচিন টেন্ডুলকারের ৫১ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেললেন কোহলি।
২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। তিনি করেন ২০ রান। এরপর কোহলি ও শুভমান গিলের ৬৪ রানের জুটি দলকে এগিয়ে নেয়। গিল ৪৬ রানে আউট হলেও, স্রেয়াশ আয়ারের সঙ্গে কোহলির ১১৪ রানের পার্টনারশিপ ভারতের জয়ের পথ সুগম করে দেয়।
শেষ পর্যন্ত ৬৭ বলে ৫৬ রান করে আউট হন স্রেয়াশ, আর হার্দিক পান্ডিয়া করেন মাত্র ৮ রান। তবে ম্যাচের নায়ক ছিলেন কোহলিই, যিনি অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ২ উইকেট নেন, আর আবরার আহমেদ ও খুশদিল শাহ পান ১টি করে উইকেট।
এখন পাকিস্তানের ভাগ্য নির্ভর করছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ওপর। যদি নিউজিল্যান্ড জয় পায়, তাহলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।