বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আসন্ন তিনটি আন্তর্জাতিক গেমসের জন্য ৫০ কোটি টাকার বাজেটের প্রস্তাব করেছে। এই বাজেট মূলত ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি প্রস্তুতির জন্য জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়া হয়েছে। বিওএ’র উপমহাসচিব আশিকুর রহমান মিকু বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘এটি একটি প্রাথমিক বাজেট, যেখানে ডিসিপ্লিন এবং ক্রীড়াবিদের সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।’
আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশীয় (এসএ) গেমস, যা ২৩-৩১ জানুয়ারির মধ্যে ইসলামাবাদ, ফয়সালাবাদ ও লাহোরে আয়োজন করা হবে। এর আগে এ বছরের অক্টোবর ও নভেম্বরে যথাক্রমে বাহরাইনের মানামায় এশিয়ান যুব গেমস এবং সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হবে।
একসঙ্গে তিনটি গেমসের প্রস্তুতি গ্রহণের পরিকল্পনায় ব্যস্ত বিওএ। আগামী এপ্রিল মাসে তাদের কার্যনির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত বাজেট নির্ধারণ করা হবে। পাকিস্তানে আয়োজিত এবারের এসএ গেমসে মোট ২৬টি ডিসিপ্লিন থাকবে, যেখানে বাংলাদেশ প্রায় সবগুলোতেই অংশগ্রহণ করবে বলে জানা গেছে।