মুলতান টেস্টের প্রথম দিনটি শুরু থেকেই ছিল চ্যালেঞ্জে ভরা। ঘন কুয়াশার কারণে খেলা শুরু হতে চার ঘণ্টা দেরি হয়। দিনের আলো কমে যাওয়ায় ফ্লাডলাইটের সাহায্যে খেলা হলেও মাত্র ৪১.৩ ওভার খেলা সম্ভব হয়েছে। প্রথম দিনে ছিল ওয়েস্ট ইন্ডিজের বোলিং দাপট, তবে দিন শেষে পাকিস্তানের ব্যাটাররা লড়াইয়ে ফিরেছে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক অধিনায়ক শান মাসুদ। তবে স্পিন সহায়ক পিচেও ক্যারিবীয় পেসার জেডেন সিলসের বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তান ৪৬ রানেই চার উইকেট হারায়। তিনটি উইকেটই নিয়েছেন সিলস।
পাকিস্তানের ইনিংসে প্রথম ধাক্কাটি আসে মোহাম্মদ হুরাইরার আউটের মাধ্যমে, যিনি মাত্র ছয় রান করে সিলসের বলে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর শান মাসুদ (১১) গুদাকেশ মোতির স্পিনে আউট হন। বাবর আজমও সিলসের শিকার হন। টেভিন ইমলাচের দক্ষ উইকেটকিপিংয়ে তিনটি ক্যাচের মাধ্যমে ক্যারিবীয়রা পাকিস্তানের শুরুর ব্যাটিং লাইনআপ ভেঙে দেয়।
তবে সাউদ শাকিল (৫৬*) এবং মোহাম্মদ রিজওয়ান (৫১*) পাঁচ উইকেটে অপরাজিত থেকে পাকিস্তানকে সামনের দিকে নিয়ে যান। তাদের ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে কিছুটা স্বস্তি এনে দেয়।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ১৪৩/৪ (সাউদ শাকিল ৫৬*, মোহাম্মদ রিজওয়ান ৫১*, জেডেন সিলস ৩/২১)।
প্রথম দিনের বৈরী পরিবেশে খেলায় দেরি হলেও টেস্টটি ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচের আভাস দিচ্ছে।