ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন তীর্থযাত্রী। ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে আসা এই ভক্তরা গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে পথে, প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় একটি বোলেরো গাড়ি ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও ১৯ জন আহত হয়েছেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
এটি ছিল কুম্ভমেলায় ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনার মধ্যে সাম্প্রতিকতম ঘটনা। এর আগে, গত সপ্তাহে মহাকুম্ভ থেকে ফেরার পথে অন্ধ্র প্রদেশের সাতজন তীর্থযাত্রী নিহত হন এবং আরও দুজন আহত হন। সেই দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের জবলপুর জেলায়, যেখানে এক মিনিবাস ও ট্রাকের সংঘর্ষ হয়।
এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটে ২৯ জানুয়ারি, যখন ভোরের আগে কুম্ভমেলায় পদদলিত হয়ে ৩০ জন প্রাণ হারান এবং ৬০ জন আহত হন। প্রয়াগরাজের সঙ্গম এলাকায় মৌনী অমাবস্যার পবিত্র স্নান করতে আসা ভক্তদের হুড়োহুড়ির কারণে ব্যারিকেড ভেঙে এই দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, এবারের মহাকুম্ভমেলা শুরু হয়েছে ১৩ জানুয়ারি এবং এটি শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিলেও বারবার দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।