কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৬ মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
পুলিশ জানায়, শিশুটির জন্মের পর থেকেই বাবা তাকে নিজের সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলেন এবং একবার হত্যার চেষ্টাও করেন। শনিবার সকালে চিকিৎসার কথা বলে শিশুটিকে নিয়ে বের হন তিনি। পরে দুপুরে মৃত অবস্থায় শিশুটিকে নিয়ে ফিরে আসেন এবং অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে দাবি করেন।
শিশুটির মা অভিযোগ করেছেন, তার স্বামীই সন্তানকে হত্যা করেছেন এবং তিনি বিচার দাবি করেন। পুলিশ জানিয়েছে, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।