কুড়িগ্রামে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতের কারনে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানিয়েছেন, শিশু ও বয়স্ক রোগীরা বেশি ভুগছেন।
তীব্র ঠান্ডায়ও কুড়িগ্রামের শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে। বিভিন্ন শ্রমজীবী মানুষরা জীবিকার তাগিদে কাজ করতে বাধ্য হচ্ছেন।
রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, তাপমাত্রা আরও কমতে পারে এবং শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।
এদিকে জেলা প্রশাসন শীতার্তদের জন্য ৯টি উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দিয়েছে। এসব কম্বল বিতরণ কার্যক্রম চলছে।