নতুন বছরের শুরুর দিকে গুঞ্জন উঠেছিল, বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানি মা হতে চলেছেন। এরপর গত মাসে আরেকটি খবর ছড়ায়—তিনি নাকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই কারণে নিজের নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর প্রোমোশন বাতিল করেছেন। তখন থেকেই গুঞ্জনটি আরও জোরালো হয়ে ওঠে। তবে, কিয়ারার পিআর টিম পরে জানায়, অতিরিক্ত পরিশ্রমের কারণে তিনি কিছুটা ক্লান্ত ছিলেন এবং চিকিৎসকরা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এখন, সেই গুঞ্জনটি সত্যি প্রমাণিত হয়েছে! কিয়ারা আডভানি প্রথমবারের মতো মা হতে চলেছেন।
অনেক দিন ধরে প্রেমের পর অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা-এর সঙ্গে সংসার শুরু করেছেন কিয়ারা। সম্প্রতি তাঁদের বিয়ের দুই বছর পূর্ণ হয়েছে। তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই। তারপর থেকে তাঁদের প্রেম এবং বিয়ে নিয়ে শোরগোল সৃষ্টি হয়। অবশেষে, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে রাজকীয়ভাবে বিয়ে করেন তারা।