ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের রেস্টুরেন্ট উদ্বোধনের অনুষ্ঠানটি হঠাৎই বাধার মুখে পড়েছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সবকিছু প্রস্তুত করার পর ফেসবুকে উদ্বোধনী অনুষ্ঠানের প্রচারণা শুরু করলে, স্থানীয় কিছু মানুষ প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ ছিল যে, অপু বিশ্বাসের উপস্থিতিতে বিশৃঙ্খলা হতে পারে। এর পর রেস্টুরেন্ট মালিকরা উদ্বোধনে অপু বিশ্বাসকে আনতে রাজি না হয়ে, রেস্টুরেন্টটি নিজেরাই উদ্বোধন করেন।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম জানান, হুজুররা ফেসবুকে প্রতিবাদ জানিয়েছিলেন এবং তাদের বক্তব্য ছিল, অপু বিশ্বাসের উপস্থিতি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বিষয়টি থানা পর্যন্ত গড়ালে, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অনুষ্ঠান থেকে সরে আসেন।
এদিকে, অপু বিশ্বাস পরের দিন কেরানীগঞ্জে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে কোনও বাধার মুখে পড়েননি।