চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ হেরে গেলেও, তাওহিদ হৃদয় নিজের শতক হাঁকিয়েছেন। ব্যাটিংয়ের সময় বাংলাদেশ যখন ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে, তখন হৃদয় ও জাকের আলি ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রান যোগ করেন, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রান। এই জুটির ফলে বাংলাদেশ আবার ম্যাচে ফিরতে সক্ষম হয়।
তবে, দল হারলেও হৃদয় ব্যক্তিগত সেঞ্চুরিতে তৃপ্ত, কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লেখেন, “আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক, তবে সব কিছুই বৃথা হয়ে যায় যখন দল হারে।” এই সেঞ্চুরির পথে হৃদয়ের পায়ে ব্যথা ছিল, তবে তিনি তা উপেক্ষা করে ব্যাট করেন। পরবর্তী ম্যাচে খেলার ইচ্ছা প্রকাশ করে হৃদয় বলেন, “যত কষ্টই হোক না কেন, পরের ম্যাচে ফিরতে চাই।”