অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কর অব্যাহতি কমানোর ব্যাপারে আবারও কথা বলেছেন। তিনি জানান, করনীতি ও কর প্রশাসন আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি বাস্তবায়নের পরিকল্পনা চলছে।
রোববার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের নেতৃত্বাধীন দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, কর অব্যাহতি কমানো এবং রাজস্ব সংগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
দেশে বছরে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার শুল্ক-কর ছাড় দেওয়া হয়, যা ধাপে ধাপে কমানোর জন্য বিশ্বব্যাংক ও আইএমএফ দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে।
বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে সুশাসন ও স্বচ্ছতা নিয়ে আলোচনা হয়। মার্টিন রেইজার জানান, করনীতি ও কর প্রশাসন পৃথক করার কাজ দ্রুত বাস্তবায়িত হবে। অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন, আগামী বাজেটের আগে নতুন কোনো কর আরোপ করা হবে না।