কড়াইল বস্তিতে সংঘর্ষের ঘটনায় মামলা নেওয়ার দাবিতে রোববার রাতে কয়েক শ বাসিন্দা বনানী থানার সামনে বিক্ষোভ করেন। থানার ওসির সঙ্গে আলোচনার পর পুলিশের আশ্বাসে তাঁরা ফিরে যান।
পুলিশের তথ্য অনুযায়ী, গত শুক্রবার বস্তিতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় একটি পক্ষ মামলা করেছে। অন্য পক্ষ রোববার থানায় মামলা করতে আসে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। থানার পক্ষ থেকে বাসিন্দাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।